২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ওই নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টাসহ চার দফা অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির আদালতে তিনি হাজির হবেন। আদালতের উদ্দেশে রওনা হওয়ার আগেই তিনি সমর্থকদের উদ্দেশে বলেছেন, তিনি গ্রেপ্তার হতে যাচ্ছেন এবং এই গ্রেপ্তার হওয়া তার জন্য সম্মানের।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথে লিখেছেন, ‘আমি এখন ওয়াশিংটন, ডিসিতে যাচ্ছি। দুর্নীতিবাজ, কারচুপি এবং চুরি করা নির্বাচনকে চ্যালেঞ্জ করার জন্য আমাকে গ্রেপ্তার করা হবে। এটি অনেক বড় সম্মান, কারণ আমি আপনাদের জন্য গ্রেপ্তার হচ্ছি। আমেরিকাকে আবার মহান করুন!!!’
এসব অভিযোগ ২০২৪ সালে তার প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে এগিয়ে থাকতে সাহায্য করছে দাবি করে একই দিন ট্রাম্প লিখেছেন, ‘আমার নির্বাচন নিশ্চিত করার জন্য আরেকবার অভিযুক্ত হওয়া প্রয়োজন।’
এর আগে ট্রাম্প সরকারি গোপন নথি রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এই নিয়ে তৃতীয় দফায় তিনি আদালতে হাজিরা দিতে যাচ্ছেন। এর আগের দুবার তাকে প্রক্রিয়ার অংশ হিসাবে কিছু সময়ের জন্য আদালতের ভিতরে গ্রেপ্তার দেখানো হয়েছিল। তবে শুনানি শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।