নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে উড়িয়ে ৩-১ গোলে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে আজ দুপুরে বাংলাদেশে পা রাখেন নারীরা।
নারী ফুটবলারদের দেশে ফেরা উপলক্ষে নানা আয়োজন করে সংশ্লিষ্টরা। এ বিজয় উল্লাসে অংশ নেয় সব শ্রেণি-পেশার মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও এই প্রাপ্তিতে দারুণ উচ্ছ্বসিত। তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নারী ফুটবল দলের বন্দনায় মুখরিত ছোট ও বড় পর্দার শিল্পীরা।
এ বিষয়ে কথা হয় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। তিনি বলেন—‘এই প্রাপ্তি সত্যি অনেক ভালো লাগার।’
বাংলাদেশের যেকোনো অর্জন তিশাকে আন্দোলিত করে। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যখন বাংলাদেশের কোনো অর্জন হয় তখন খুব ভালো লাগে। বাঙালি হিসেবে গর্ববোধ করি। আর যখন দেখি নারীরা এগিয়ে যাচ্ছে, দেশ-বিদেশে তাদের মেধার স্বাক্ষর রাখছে; তখন আরো বেশি ভালো লাগে।’
একজন নারী হিসেবে গর্ববোধ করেন তিশা। তা জানিয়ে এই শিল্পী বলেন, ‘একজন নারী হিসেবে আমি গর্বিত। আমাদের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি আশাবাদী ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু অর্জন করব।’