রেজাউল ইসলাম: এই সপ্তাহে একটার পর একটা বিতর্কের পর নতুন জনমত জরিপে দেখা যাচ্ছে যে লিবারেল সাপোর্ট এক লাফে বেড়ে গেছে। নানোস রিসার্চ থেকে শনিবারের পোলিং নাম্বার,সিটিভি এবং গ্লোবাল মেইল পরিচালিত জনমত জরিপে দেখা যাচ্ছে যে, বৃহস্পতিবার থেকে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি ৩১.৩ পার্সেন্ট থেকে ৩৪.৪ পার্সেন্টে উত্তরন ঘটেছে।
লিবারেল পার্টির ক্যাম্পেইন শুরুর পর ৩.১ পার্সেন্ট হচ্ছে সবচেয়ে বড় ধরনের একদিনের উত্তরন এবং এই উত্তরন পার্টিকে ০.২ পার্সেন্ট অগ্রগামীতা এনে দিয়েছে পার্টির ক্যাম্পেইন শরুর পর থেকে। এই সাপোর্ট সরাসরি কনজার্ভেটিভ পার্টিকে ক্ষতিগ্রস্ত করে এসেছে যেখানে দেখা যাচ্ছে কনজার্ভেটিভ পার্টর জনমত ৩৩.৩ পার্সেন্ট থেকে কমে ৩০.১ পার্সেন্টে নেমে এসেছে যা এই নির্বাচনে কনজার্ভেটিভ পার্টির সব চেয়ে শোচনীয় অবস্থা। গ্রীন পার্টির সাপোর্টও দেখা যাচ্ছে ৩.৮ পার্সেন্ট থেকে বৃদ্ধি পেয়ে ৪.৬ পার্সেন্টে উন্নীত হয়েছে। এনডিপি সামান্য ০.২ পার্সেন্ট নিচের দিকে নেমে তাদের অবস্থান ১৯ পার্সেন্টে রেখেছে, এবং ব্লক একইভাবে কিছুটা হ্রাস পেয়ে ৬.৪ পার্সেন্টেজে এসে দাড়িয়েছে। পিপলস পার্টি অফ কানাডা ৫ পার্সেন্টেই সীমাদ্ধ আছে।ক্রাইটেরিয়া মিট না করায় তারা কোন বিতর্কে অংশগ্রহন করার যোগ্যতা অর্জন করেনি।
সাম্ভাব্য প্রাইমিনিস্টার হিসাবে ট্রুডো ৩৩.৯ পার্সেন্ট নিয়ে সর্ব শীর্ষে অবস্থান করছেন, এটি তার প্রায় ৪ পার্সেন্ট বৃদ্ধি । তিনি সব ক্যাম্পেইনেই শীর্ষে অবস্থান করছিলেন, শুধুমাত্র সেপ্টেম্বারের ২ তারিখের জনমতে এরিন ও’টুল সামান্য এগিয়ে ছিলেন।এরিন ও’টুলের সাপোর্ট সামান্য হ্রাস পেয়ে ২৫.৩ পার্সেন্টে নেমেছে। জাগমিত সিংয়ের সাপোর্টও সামান্য হ্রাস পেয়ে সাম্ভাব্য প্রাইমিনিস্টার হিসাবে ১৮.৪ পার্সেন্টে দাঁড়িয়েছে।
যদিও জনমত জরিপে ১২.৪ পার্সেন্ট কানাডিয়ান এখনো সিদ্ধান্ত নেননি তারা নেতৃত্বের মধ্যে প্রকৃতপক্ষে কি দেখতে চান।
তথ্য সূত্রঃসিটিভি নিউজ থেকে অনুবাদকৃত।