ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। তারপর দুজনার দু’টি পথ গেছে বেঁকে।
বিয়েবিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে আহত হয়ে পড়েছিলেন। তার মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন। এখনো পুরোপুরি সুস্থ নন, তারপরও কাজে ফিরেছেন সামান্থা। তবে ব্যক্তিগত জীবন এ পর্যন্ত কোনোরকম মন্তব্য করতে দেখা যায়নি তাকে। কী কারণে সংসার ভেঙেছে তা নিয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন এই নায়িকা।
তবে ইন্ডিয়া টুডেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সামান্থা। এ আলাপচারিতায় ‘প্রেম’ নিয়ে প্রশ্ন করা হয় তাকে। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘প্রেম নারী-পুরুষের মাঝেই হতে হবে তা অবশ্যক নয়। যে ভালোবাসা আমাকে সামনে এগিয়ে নিচ্ছে, তা বন্ধুদের ভালোবাসা। যারা গত ৮ মাস আমার পাশে ছিল। তাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা রয়েছে। আমি এখনো মানুষকে ভালোবাসতে পারি। একটি সম্পর্ক ব্যর্থ হয়েছে বলে আমি নিষ্ঠুর ও তিক্ত হয়ে যাইনি।’
সামান্থা অভিনীত পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নিজের চরিত্রের বিষয়ে এ অভিনেত্রী বলেন— ‘শকুন্তলা বহু শতাব্দী আগের হলেও এই চরিত্র খুবই আধুনিক। আমার এই চরিত্রের মাঝে সমসাময়িক নারীর আবেদন রয়েছে। সে অত্যন্ত স্বাধীন, সে বিশ্বাসী, সে সামাজিক নিয়মের বিরুদ্ধে যায়। জীবনের কঠিনতম পর্যায়েও ভক্তি-শ্রদ্ধায় অটল থাকেন।’
গত ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমা।