ভবিষ্যতে পাকিস্তানের বন্দরনগরী করাচি ভারতের দখলে আসবে বলে জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রবীণ নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশ। শনিবার তিনি এই কথা পাকিস্তানের উদ্দেশে এই হুমকি দিয়েছেন।
হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় সেবক সংঘের শোধনবাদী আদর্শ হচ্ছে ‘অখণ্ড ভারত।’ সংগঠনটি ১৯৪৭ সালের আগে পাকিস্তানসহ বেশ কিছু অঞ্চল নিয়ে বিদ্যমান অখণ্ড ভারত তত্ত্বে বিশ্বাসী। বিজেপির আদর্শিক মুরুব্বি হচ্ছে এই রাষ্ট্রীয় সেবক সংঘ।
গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় থাকা করাচি সুইটসের নাম পরিবর্তন করতে দোকানের মালিককে হুমকি দেন শিব সেনার স্থানীয় এক নেতা। মারাঠি ভাষায় কোনো ভারতীয় নাম দিতে নির্দেশ দেন। ওই নেতা দোকান মালিককে বলেন, ‘আমি করাচি নাম পছন্দ করি না। সেখানে অনেক সন্ত্রাসী থাকে।’ এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়।
শনিবার ওই বিষয়ে ফড়নবিশকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমরা অখণ্ড ভারতে বিশ্বাস করি। একদিন করাচি ভারতের অংশ হবে।’