অমর একুশে বইমেলা ২০২০-এ সাড়া ফেলেছে হুমায়ূন কবীর ঢালীর ভ্রমণের বই ‘ব্রিজ টু কানাডা’। হুমায়ূন কবীর ঢালী শিশুসাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করলেও ভ্রমণ লেখায়ও বেশ সুনাম কুড়িয়েছেন। এবার গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তার ভ্রমণকাহিনির বই ‘ব্রিজ টু কানাডা’। বইটির প্রকাশক অন্যধারা। মেলায় অন্যধারার ৫৯৯-৬০২ স্টলে পাওয়া যাচ্ছে এ বই। কানাডা ও আমেরিকার সমাজ, ইতিহাস, সৌন্দর্যের অনুপম আখ্যান এ ভ্রমণ গল্প। বইটি যেন বলতে বলতে চলা, চলতে চলতে বলা। কখনো আড্ডার ছলে, কখনো গল্পের ছলে লেখক তুলে ধরেছেন তার চোখের দেখা ও প্রাণের কথা। সরল ও সাবলীল ভাষা ও বর্ণনায় লেখা এ বইটি ভ্রমণপিপাসু পাঠকদের আনন্দের খোরাক হবে।ব্রিজ টু কানাডার প্রসঙ্গ টেনে হুমায়ুন কবীর ঢালী বলেন, আমেরিকা ও কানাডার সেতুবন্ধন তৈরি করেছে যে ব্রিজ তার নাম ব্রিজ টু কানাডা। পূর্ণাঙ্গ নাম রেইনবো ব্রিজ টু কানাডা। আমেরিকা থেকে বাই রোডে কানাডা যাওয়ার সময় এই ব্রিজের উপর দিয়ে গিয়েছি। এই ব্রিজের নিচে যে নদী বয়ে গেছে, তার জল নায়াগ্রা ফলসের। কানাডা ও আমেরিকাকে জানা ও বোঝার জন্য এ বই সহায়ক হবে। ব্রিজ টু কানাডায় আছে ভ্রমণের প্রাককথন। আছেআমেরিকায় দ্বিতীয় ভ্রমণ, তৃতীয় যাত্রা, নিউইয়র্কের জোন্স বিচে এক বিকেল, বইয়ের সাম্রাজ্য স্ট্র্যান্ড বুক স্টোর, আপেল আপ্লুত একদিন, হোয়াইট হাউজে ভূত, আমেরিকা-কানাডায় বাংলা বইমেলা, পেন্টাগন, গ্রেট ফলস, মার্ক টোয়েনের বাড়ি, এক বিস্ময়কর সৌন্দর্যের নাম নায়াগ্রা ফলস ইত্যাদি নানা বিষয় নিয়ে চমকপ্রদ গল্প। টমস্যয়ার এর জনক মার্ক টোয়েনের জন্মভূমি ও মার্ক টোয়েন সম্পর্কে রয়েছে অজানা সব মজার মজার তথ্য।
লেখকের ভাষায়, “বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ও বৈচিত্রময় একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক মার্ক টোয়েন। মার্ক টোয়েন ছদ্মনাম। প্রকৃত নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। আসল নামে কেউ তাঁকে চেনে না। এমনকি খোদ আমেরিকার মানুষও না। তাঁকে বিশ্বব্যাপী চেনে মার্ক টোয়েন ছদ্মনামে। নামটি পৃথিবীর বুকে এতোটাই পরিচিত, যা অবাক ও বিস্ময়কর। পৃথিবীতে আর কোনো ছদ্মনাম এতোটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। বইপ্রেমি এমন কাউকে পাওয়া যাবে না, যিনি মার্ক টোয়েনের নাম শুনেননি।
লেখালেখিতে প্রবেশের আগে তিনি বেশ কিছু ছদ্মনাম ব্যবহার করেছিলেন। থমাস জেফারসন, সার্জেন্ট ফ্যাথম, জশ ইত্যাদি। তবে কোনোটিই বেশিদিন স্থায়ী ছিল না। শেষমেশ মার্ক টোয়েন নামটিই পছন্দ ও স্থায়ী হয়। মার্ক টোয়েন ছদ্মনাম গ্রহণের পেছনে রয়েছে একটি ইতিহাস। “
বইটির ছাপাই-বাঁধাই সুন্দর। আছে প্রাসঙ্গিক ছবি ও ভ্রমণের নানা টুকিটাকি। দাম ৩০০ টাকা।