হিমাদ্রী রয়
একুশ আমার আত্মার শুদ্ধি আত্ম পরিচয়
শহীদ ভাইয়ের রক্তস্রোতে বর্ণমালা ভিজে রয়
ফেব্রুয়ারি একুশ কানে কানে কোকিলের কুহুতান
রক্তে রাঙা ফাগুন শেখায় আত্ম বলিদান।
একুশ মানেই প্রভাতফেরি পায়ে পায়ে পথ চলা
এক প্রাণ এক ভাষা বাংলায় কথা বলা
একুশ মানে প্রজন্মের চোখে বাংলায় ছবি আঁকি
বন্দনা হোক প্রতিদিনের এই শপথ ধরে থাকি।
একুশ বোনের মেহেদীর রঙ চুড়িপরা হাতের কুমকুম
বাহান্নর রক্ত লেপা উঠোনে শহীদের চোখে ঘুম
নিদ্রা যাও সালাম,বরকত, রফিক,সফিক জব্বার
তোমাদের চেতনায় জেগে থাকি শানিত হই বারবার।
একুশ আমার বিবেকের দেয়ালে উজ্বল পোষ্টার
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বজ্রকন্ঠের হুঙ্কার
একুশ ঝাপসা চোখে মায়ের কাতর অপেক্ষা
চোখের জল কলমের কালিতে স্মৃতির লেখাজোখা।
একুশ আমার বর্ণমালার এতদুর হেঁটে আসা
পরবাসে স্মৃতির মিনার আবেগ পেয়েছে বাসা
একুশ মানে দিগন্তরে লাল সবুজের উচ্ছ্বাস
নিশ্বাস কে শুনেছি বাংলায় ফেলে শ্বাস।