মাসুম চৌধুরী
টরন্টো, কানাডা।
আপনি যখন এই ঈদে লকডাউনের কারণে বাড়ি যেতে না পেরে আফসোস করছেন তখন কেউ একজন তার বাবা সাথে শেষ একবার কোলাকুলি করতে না পারার জন্যে অশ্রুসিক্ত দীর্ঘশ্বাস ফেলছে।
আপনি যখন ফ্যামিলির সাথে ঘরবন্দি থাকার কারণে বন্ধুদের সাথে বাইরে বেড়াতে না যেতে পেরে বিরক্ত হচ্ছেন ঠিক তখন কেউ একজন তার মার হাতের রান্না করা খাবার আর কখনো খাওয়ার সৌভাগ্য হবে না বলে একা ঘরে না খেয়ে বসে আছে।
আপনি যখন গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের সাথে এই ঈদে বাইরে যেতে না পেরে খুব হীনমন্যতার ভুগছেন ঠিক তখন কোন স্বামী বা স্ত্রী তার সহধর্মীনির কবরের পাশে চুপচাপ দাঁড়িয়ে একা একা কথা বলছে।
আপনি যখন বাবার শারীরিক অসুস্থতার জন্য একা ঈদের বাজার করতে এসে বিরক্ত হচ্ছেন তখন কেউ একজন অন্যমনস্ক হয়ে ঈদের বাজারের ভীরে সদ্য গত হওয়া বাবাকে খুঁজছে।
আপনি যখন দেশি মুরগীর বদলে ফার্মের মুরগী কেন সার্ভ করা হইছে এই কারণে রাগ করে খাবার টেবিল ছেড়ে উঠে গেলেন ঠিক তখন কোন এক বাসার মজার সব খাবার রান্না করার মানুষটা সবাইকে ছেড়ে আজীবনের জন্য চলে গেছে।
আপনি যখন ফেসবুকে বিভিন্ন মজাদার খাবারের ছবি শেয়ার করছেন তখন কেউ একজন টাকার অভাবে বাজার করতে না পেরে কাউকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ বসে আছে।
আপনি যখন এই ঈদে নতুন কাপড় কিনতে না পারার জন্য আফসোস করছেন তখন কেউ একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এবারের ঈদটা অনেকের জন্যেই অন্যরকম একটা ঈদ । আমরা যারা এখনো সৌভাগ্যবান তারা যেন আল্লাহ্র এসব নেয়ামতকে এপ্রিসিয়েট করি। কেননা আমরা কেউই জানিনা এসব নেয়ামত আমাদের ভাগ্যে আর কতদিন থাকবে।
ঈদ মানে আনন্দ হলেও সবার জন্য এই দিনটা আনন্দের নাও হতে পারে। তবুও কাছের-দূরের সবাইকে যে যেদিনই উদযাপন করেন না কেন সবাইকে ঈদ মুবারাক। আশা করি এই দিনটি আপনার পরিবারের সাথে আনন্দে কাটবে।