ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখনো গভীর কোমায় রয়েছেন হাসপাতালে। তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার শরীরের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলো স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (৩০ আগস্ট) দিল্লির সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বর্তমানে ফুসফুসে সংক্রমণের চিকিৎসা চলছে। তিনি এখনো গভীর কোমায় রয়েছেন। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার হিমোডায়নামিক্যালি স্থিতিশীল রয়েছে।’
চিকিৎসকরা বলেন, ‘কোনো রোগীর শারীরিক অবস্থা হিমোডায়নামিক্যালি স্টেবল কথার অর্থ- তার রক্তচাপ, হার্ট, পালস রেট স্থিতিশীল এবং স্বাভাবিক রয়েছে।’
গত ১০ আগস্ট প্রণব মুখোপাধ্যায়কে দিল্লিতে সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কের একটি রক্তজমাট সারাতে ওইদিনই তার অস্ত্রোপচার করা হয়। হাসপাতালে ভর্তি অবস্থায় তার কোভিড-১৯ পজিটিভ আসে। পরে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।