শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। তাতে্ই এফএ কাপের উঠেছে আর্সেনাল। গোল দুটি করেছেন আর্সেনালের পিয়েরে এমরিক আউবেমেয়াং।
গেল সাত বছরের মধ্যে চতুর্থবারের মতো এটা আর্সেনাল এফএ কাপের ফাইনালে উঠল। আজ রোববার (১৯ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে লড়বে ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল।
লড়াইটা কেবল আর্সেনাল ও ম্যানসিটির খেলোয়াড়দের মধ্যে ছিল না, লড়াইটা ছিল দুই কোচ পেপ গার্দিওলা ও মাইকেল আর্তেতার মধ্যেও। এক সময় গার্দিওলার সহকারী ছিলেন আর্তেতা। সে সময়ের ডাগআউটের সঙ্গী এবার হয়েছিলেন মুখোমুখি। অবশ্য এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছেন আর্তেতাই। এই জয় যে গৌরবের।
শনিবার ম্যাচের প্রথমার্থের ১৭ মিনিটেই আউবেমেয়াং গোল করে এগিয়ে নেন আর্সেনালকে। এ সময় নিকোলাস পেপের ক্রস থেকে গোলটি করেন। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্নার্সরা। বিরতির পর ৭১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে আর্সেনালকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে। আর ম্যানসিটিকে ঠেলে দেন ব্যাকফুটে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি গার্দিওলার শিষ্যরা।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে আউবেমেয়াং-লুইজরা।