নুসরাত জাহান। টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ। তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর দারুণ সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে সন্তানের পিতৃপরিচয় প্রসঙ্গ সামনে আসতেই বিতর্ক অক্টোপাসের মতো ঘিরে ধরে এই অভিনেত্রীকে। এসময় নুসরাতের পক্ষে কলম ধরেছিলেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। এবার সেই নুসরাতের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে নুসরাতের সন্তানের বাবার পরিচয় প্রকাশ্যে এসেছে। নুসরাতের ছেলের বাবা-মায়ের নাম নথিভূক্ত হয়েছে কলকাতা পৌরসভার ওয়েব সাইটে। অনেকের মতো তসলিমা নাসরিনও ভেবেছিলেন—নুসরাত নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে প্রতিষ্ঠা করবেন। কিন্তু তা হয়নি। আর এ বিষয়টি পছন্দ হয়নি তসলিমার। বাংলাদেশের আলোচিত এই লেখিকা ফেসবুক স্ট্যাটাসে তার অপন্দের বিষয়টি জানান।
স্ট্যাটাসের শুরুতে তসলিমা নাসরিন বলেন—‘কলকাতার অভিনেত্রী নুসরাতকে যতটা না বিপ্লবী তার চেয়ে বেশি ভেবে নিয়েছিলাম। ভেবেছিলাম নুসরাত তার সন্তানকে শুধু নিজের সন্তান হিসেবে পরিচয় দেবে। কার স্পার্ম সে নিয়েছে গর্ভবতী হওয়ার জন্য, তা মোটেও উল্লেখযোগ্য ব্যাপার হবে না। কিন্তু না, নুসরাত আসলে অন্য যেকোনো রমণীর মতোই রমণী। সে সন্তানের বার্থ সার্টিফিকেটে উল্লেখ করেছে সন্তানের পিতার নাম। তার সর্বক্ষণের সঙ্গীই এই সন্তানের পিতা।’
নুসরাত ও অন্য সাধারণ বাঙালি নারীর মধ্যে কোনো পার্থক্য নেই বলে মনে করেন তসলিমা নাসরিন। তা জানিয়ে তিনি বলেন, ‘নিখিলের সঙ্গে ভারতবর্ষে তার বিয়ে রেজিস্ট্রি হয়নি, সুতরাং নিখিলকে তার স্বামী না বলার পেছনে যুক্তি আছে। কিন্তু এই যে লুকোচুরি সন্তানের পিতা কে তা জানানোর ব্যাপারে, তার দরকার ছিল না। আমি অবাক হবো না যদি কোনোদিন প্রকাশ হয় যে, গোপনে সে যশকে বিয়েও করেছে। তাহলে যেকোনো ট্রাডিশনাল মেয়ের চেয়ে নুসরাতের তফাৎটা কোথায়?’
নুসরাত তার সন্তানের পিতৃপরিচয় গোপন করার পর তা নিয়ে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তসলিমা মনে করেন এই শুভেচ্ছা তার প্রাপ্য নয়। এই লেখিকা বলেন, ‘প্রচুর লেখালেখি, প্রচুর স্বাগত জানানো, শুভেচ্ছা জানানো, স্যালুট জানানো—এসব বরং এক্সট্রাঅর্ডিনারি সাহসী এবং পুরুষতন্ত্রের ছক ভাঙা মেয়েদের জন্য তোলা থাকুক। ট্রাডিশানাল মেয়েদের পেছনে সময় নষ্ট করা, তাদের বাহবা দেওয়া আপাতত স্থগিত থাকুক।’