ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য তীব্র সংকট চলছে অক্সিজেনের। এর মধ্যে দেশটির পাশে অক্সিজেন নিয়ে সহায়তা করেছে সৌদি আরব। এবার অক্সিজেন নিযে ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। ভারতে তারা ৮ ইউনিট অক্সিজেন পাঠাবে।
যার প্রত্যেকটি ইউনিট কমপক্ষে ২৫০টি বেডে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করতে পারবে। পাশাপাশি ৫টি তরল অক্সিজেন কন্টেইনার, ২৮টি রেসপাইরেটর ও ২০০ ইলেকট্রিক সিরিঞ্জ পাম্প পাঠাবে ফ্রান্স।
এই সহায়তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী এক সপ্তাহের মধ্যে ফ্রান্সের পাঠানো সহায়তা সামগ্রী ভারতে পৌঁছাবে।
ফ্রান্সের পাঠানো অক্সিজেন ইউনিটগুলোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বাতাস থেকে এটা অক্সিজেন সংগ্রহ করতে পারে। ইউনিটগুলো স্থায়ীভাবে বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে। এই ইউনিটগুলোর মাধ্যমে ভারত চাইলে আগামী ১০ বছরের মধ্যে অক্সিজেনে স্বয়ং সম্পূর্ণ হতে পারবে।
আর ফ্রান্সের পাঠানো ৫টি তরল অক্সিজেন কন্টেইনারের প্রত্যেকটি দিয়ে ১০ হাজার রোগীকে সাপোর্ট দেওয়া যাবে। অর্থাৎ মোট ৫০ হাজার রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে।