বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ায় ভারতের এক নম্বর শিল্পপতির লোকসান হয়েছে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। আর এতে করেই তাকে এশিয়ার এক নম্বর ধনী ব্যক্তির পজিশনে চলে এসেছেন আলীবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা চীনের জ্যাক মা। ইয়ন, এই সময়
সারাবিশ্বে করোনাভাইরাসের যে তাণ্ডব শুরু হয়েছে, তারই প্রভাবে শুরু হয়েছে আর্থিক মন্দা। ভাইরাস প্রতিরোধে ভ্রমণের ওপর নানা বিধিনিষেধ আরোপ হওয়ায় কমেছে তেলের চাহিদা।
গেলো সোমবার গত ২৯ বছরের মধ্যে তেলের দাম সবচেয়ে বেশি কমেছে । আর এ ধাক্কাটাই লেগেছে মুকেশ আম্বানির ফ্ল্যাগশিপ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে।
আর্থিক মন্দার প্রভাব থেকে আলীবাবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্লাউড কম্পিউটিং সার্ভিস ও মোবাইল অ্যাপসের বাজার চাঙ্গা থাকায় ধকল কাটিয়ে আম্বানিকে পিছে ফেলতে পেরেছেন জ্যাক মা।
বর্তমানে জ্যাক মার মোট সম্পত্তির পরিমাণ ৪৪ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা মুকেশ আম্বানির থেকে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার বেশি।