করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন আরেকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। প্রথম সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ এর তুলনায় নতুন শনাক্ত হওয়া বিএ.২.১২.১ অনেক বেশি সংক্রামক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এমন তথ্য জানিয়েছে।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. শহিদ জামিল জানিয়েছেন, বিএ.২.১২ হচ্ছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ এর সাব-ভ্যারিয়েন্ট। আবার বিএ.২.১২ এর সাব-ভ্যারিয়েন্ট হচ্ছে বিএ.২.১২.১।
তিনি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের কিছু অংশে সংক্রমণ ঘটাচ্ছে। তবে বিএ.২ এর অন্যান্য সাব-ভ্যারিয়েন্টের তুলনায় এখনও একে বেশি সংক্রামক হিসেবে দেখা যায়নি। এগুলো মূল ভাইরাসটির চেয়ে গড়ে ১২ গুণ বেশি সংক্রামক।’
নতুন সাব-ভ্যারিয়েন্টটির তীব্রতা সম্পর্কে এখন পর্যন্ত সীমিত তথ্য পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর ওপর সতর্কতার সঙ্গে নজরদারি করতে হবে।’
ভারতের গবেষণাগার নজরদারি প্রতিষ্ঠান ইনসাকগ জানিয়েছে, রাজধানী দিল্লিতে বিএ.২.১২.১ এর কিছু নমুনা দিল্লিতে শনাক্ত হয়েছে। তবে এই প্রতিবেদনগুলো সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।