‘তোমার হাত পাখার বাতাসে’খ্যাত কণ্ঠশিল্পী আকবর। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাকে বারডেম হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার মেয়ে অথৈ।
আকবরের ফেসবুকে অথৈ লিখেছেন: ‘আব্বুর অবস্থা আবার খুবই খারাপ।আব্বু বর্তমানে বারডেম হাসপাতালের আইসিইউতে আছেন। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’
শিল্পী আকবর দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন।মাঝে কয়েকমাস সুস্থ থাকলেও গত ১৪ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে ভর্তি হন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।সেখানে এই গায়কের ডান পায়ে দুই দফা অস্ত্রোপচার করা হয়।অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়।কিন্তু তারপরও সুস্থতার কোনো লক্ষ্মণ না দেখা গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হবে বলে জানিয়েছিলেন তার স্ত্রী।