ভারতের খ্যাতিমান ক্রিকেটার ও ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের হার্ট অ্যাটাক হয়েছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। নয়াদিল্লির একটি হাসপাতালে তার এনজিওপ্লাস্টি অস্ত্রোপচার করা হয়েছে।
করোনাভাইরাস মহামারি শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গলফ কোর্সে সক্রিয় ছিলেন। তবে কখনও তার হার্টের সমস্যার কথা শোনা যায়নি। সাবেক টেস্ট খেলোয়াড় ও ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক মালহোত্রা বলেছেন, ‘তিনি এখন সুস্থ বোধ করছেন। আমি এইমাত্র তার স্ত্রীর (রোমি) সঙ্গে কথা বললাম। গতকাল (বৃহস্পতিবার) অস্বস্তিবোধ করছিলেন তিনি। একটি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।’
নয়াদিল্লির ওখালা সড়কের ফোর্টিস এসকর্টস হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, কপিলের শারীরিক অবস্থা ‘এখন স্থিতিশীল’ এবং কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে। শুক্রবার বেলা একটার দিকে তাকে এই হার্ট ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয় এবং এনজিওপ্লাস্টি করা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে।