পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বিশিষ্ট কবি মজিদ মাহমুদের ‘মেমোরিয়াল ক্লাব’ উপন্যাসের প্রকাশনা উৎসব।
বুধবার বিকেলে এই প্রকাশনা উৎসবের আয়োজন করে সাহিত্যের ছোটকাগজ ‘মাঠ’ । শুরুতে স্বাগত বক্তব্য দেন মাঠ সম্পাদক নতুন প্রজন্মের সাহিত্যিক ও গবেষক সালেক শিবলুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ডা. সরোওয়ার জাহান ফয়েজ।
এতে মুখ্য আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম তালুকদার (কবি তারেক রেজা)। বিশেষ আলোচক ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পিএইচডি গবেষক, বিশেষ মাউশ) মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, শিক্ষাবিদ ঢাকা সিটি কলেজের প্রফেসর (অব.) কাজী মিনহাজুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মাজহারুল ইসলাম, কথা সাহিত্যিক আখতার জামান, কবি সাঈদ হাসান দারা, কবি জাহাঙ্গীর আলমসহ অনেকে। উপন্যাসটির পাঠ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন কবি জহুরুল ইসলাম, কবি আদ্যনাথ ঘোষ, ড. মনসুর আলম প্রমুখ।
প্রকাশনা উৎসবে স্থানীয় বিশিষ্টজন ছাড়াও দেশের বিভিন্ন পর্যায়ের কবি, সাহিত্যক, শিক্ষক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক অনুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জহুরা আক্তার ইরা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এপার দুই বাংলার সব্যসাচী কবি মজিদ মাহমুদ।