সম্পর্ক ডেস্ক: টরোন্টোতে বসবাসরত সকল বাংলাদেশীদের জন্য Coronavirus Community Support& Service (CCSS) নামের একটি স্বেচ্ছাসেবক দল কাজ শুরু করেছেন।বাংলাদেশী কোনো ব্যাক্তি বা পরিবার যদি কোয়ারেন্টাইন বা সেলফ আইসোলেশনে থাকেন তাদের নিকট জরুরি ভিত্তিতে খাদ্য,ঔষুধ ও প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছাতে সাহায্য করবেন।যাদের সাহায্য প্রয়োজন এবং যারা এই মহৎ উদ্যোগটির সাথে সংপৃক্ত হতে চান তারা যোগাযোগ করুন বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ৪১৬-৪৫০-০৯১৩,৪১৬-৬৬০-০০০৯,৬৪৭-৬৭৭-০২৩১ এই নম্বরগুলোতে।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.