পাকিস্তানের করাচিতে বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) করাচির পুলিশ প্রধানের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার করাচিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, বাড়ি ও ভবনগুলোর ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বাসিন্দা।
করাচির পুলিশ প্রধান গুলাম নবি মেমন বলেন, ‘অন্তত ২৩ জন মারা গেছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভবন ও ছাদ ধসে এবং পানিতে ডুবে এদের মৃত্যু হয়েছে।
যাতায়াতে গণভোগান্তি এড়াতে প্রাদেশিক সরকার শুক্রবার ছুটি ঘোষণা করেছে। বাস্তুচ্যুত পরিবারগুলোকে করাচির স্কুলগুলোতে আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।
মুখ্যমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, চার শিশুসহ ৯ জন একটি ভবন ধসে মারা গেছেন।