সর্ম্পক ডেস্ক: চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাসের উৎপত্তির হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন।মার্কিন প্রেসিডেন্টের এ দাবির একদিন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগের মতোই জোর গলায় বললো, করোনাভাইরাস কোনও গবেষণাগারে নয়, বরং প্রাকৃতিকভাবেই তৈরি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল রায়ান বলেন, করোনাভাইরাসটি পরীক্ষা করে অনেক বিজ্ঞানীরাই জানিয়েছে এর উৎস প্রাকৃতিক। এর পেছনে চীনের কোনো হাত নেই।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, চীনের উহানের একটি ভাইরোলজি ইনস্টিটিউট থেকে করোনাভাইরাস ছড়িয়েছে। তবে তিনি কীভাবে জেনেছেন তার প্রমাণ দিতে অস্বীকার করেন।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রাম্পের এ দাবি নিয়ে প্রশ্ন করা হলে ডব্লিউএইচও’র মাইকেল রায়ান বলেছেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ‘বারবার শুনে এসেছে করোনাভাইরাসের উৎস খুঁজতে বহু বিজ্ঞানী কাজ করছেন।’ সংস্থাটির আগের অবস্থানই পরিষ্কার করলেন তিনি, ‘আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে ভাইরাসটির উৎস প্রাকৃতিক।’