সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে ভারতে। ভারতে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে আজ রোববার। কিন্তু করোনাভাইরাসের বিধিনিষেধ এখনই শিথিল করা নিয়ে আরো সতর্ক হতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। কারণ করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। মাত্র দুইদিনের মধ্যে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার থেকে ৯০ হাজারে পৌঁছালো।
শনিবার থেকে রোববার দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বললো ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আগের দিনের চেয়ে এক হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। ৪ হাজার ৯৮৭ জনের করোনা পজিটিভ এসেছে, তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ হাজার ৯২৭ জন।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, এই সময়ে ১২০ জন করোনায় মারা গেছে। তাতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৮৭২ জন। ৩৪ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে।
দেশে করোনা সংক্রমণের পর থেকেই সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। মোট সংক্রমণ ও মৃত্যুর এক তৃতীয়াংশই এই অঙ্গরাজ্যের।