সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান।
সোমবার (২২ জুন) দ্বিতীয় বার নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পিআর) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএমপি সূত্র জানায়, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন মাহবুবুর রহমান। গত ৯ জুন তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।