করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাস বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার চর্তুথবারের মতো করোনা টেস্টে নেগেটিভ হন ৩৫ বছর বয়সি রোনালদো। করোনা আক্রান্ত হওয়ার ১৯ দিনের মাথায় তিনি সুস্থ হয়ে উঠলেন। এখন থেকে তাকে আর আইসোলেশনে থাকতে হবে না বলে জানিয়েছে জুভেন্টাস।
আগামীকাল রোববার (১ নভেম্বর) স্পেজিয়ার বিপক্ষে জুভেন্টাসের হয়ে খেলতে পারবেন তিনি। যদি আন্দ্রেয়া পিরলো তার সেরা একাদশে রোনালদোকে রাখেননি।
গেল ১৩ অক্টোবর করোনা আক্রান্ত হন সিআরসেভেন। সে সময় উয়েফা ন্যাশনস লিগে খেলার জন্য পর্তুগালের জাতীয় দলের ক্যাম্পে ছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি ন্যাশন্স লিগে সুইডেনের বিপক্ষে খেলতে পারেননি। অবশ্য তিনি না খেললেও জয় পেতে সমস্যা হয়নি পর্তুগালের। তারা ৩-০ গোলে হারিয়েছিল সুইডেনকে।
এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ইতালিতে আসেন এবং আইসোলেশনে চলে যান। করোনার কারণে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারেননি।