করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি।
বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে এমন তথ্য জানান তিনি।
৫৯ বছর বয়সী প্রসেনজিৎ চ্যাটার্জি দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা ব্যক্ত করে বলেন—‘দুর্ভাগ্যজনকভাবে আমি কোভিড-১৯ পজিটিভ। ডাক্তারের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আশা করছি, খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।’
প্রসেনজিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ‘মনের মানুষ’ খ্যাত এ অভিনেতার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সহকর্মী-ভক্তরা তার সুস্থতা কামনা করছেন।
টলিপাড়ায় করোনার তাণ্ডব চলছে। চলতি বছরের প্রথম দিন সৃজিত জানান, তিনি করোনায় আক্রান্ত। গত ৪ জানুয়ারি রাতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
৫ জানুয়ারি সকালে অভিনেতা রুদ্রনীল ঘোষ, পরমব্রত চ্যাটার্জির করোনা রিপোর্ট পজিটিভ আসে। এদিন বিকালে দেব-রুক্মিনি-মিমি জানান তারাও করোনায় আক্রান্ত। তবে সৃজিত-দেব-রুক্মিনি করোনামুক্ত হয়েছেন। এছাড়াও আক্রান্ত হয়েছেন—সোহম চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখার্জি প্রমুখ।