অবশেষে করোনাভাইরাসে সঙ্গে লড়াই করে হেরে গেলেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ হাসেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এম এ হাসেমের ছেলে (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান) আজিজ আল কায়সার এবং হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদও এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ১১ ডিসেম্বর কারোনা-সংক্রমণ শনাক্ত হওয়ার পর এম এ হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, এম এ হাসেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে তিনি বিএনপির রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন।