মহামারি করোনাভাইরাসের উৎপত্তি স্থল চীন থেকে হয়নি বলাটা ‘অনেক বেশি অনুমানমূলক’ বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য প্রকল্পের প্রধান মাইক রায়ান এই সব কথা বলেছেন।
গেল বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। সেখান থেকে এই করোনা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। সম্প্রতি চীনের সরকারি সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, উহানে পাওয়ার আগেও এই ভাইরাসের অস্তিত্ত্ব বিশ্বের অন্য কোনো দেশে ছিল।
মাইক রায়ান বলেছেন, ‘এই ভাইরাসটি চীনে প্রাদুর্ভূত হয়নি তা বলা আমাদের জন্য অনেক বেশি অনুমানমূলক বলে আমি মনে করি। এটা সুস্পষ্ট যে, জনস্বাস্থ্যের প্রেক্ষিতে যেখান থেকে প্রথম মানুষের সংক্রমণ শুরু সেখান থেকেই আপনি তদন্ত শুরু করবেন।’
ভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উহানের খাদ্যবাজারে গবেষকদের পাঠাতে চেয়েছিল বলেও জানান তিনি।