সর্ম্পক ডেস্ক: করোনাভাইরাসের কারণে এই মৌসুমের ফরাসি লিগ ওয়ান বাতিল ।
ফ্রান্সের প্রধানমস্ত্রী এডওয়ার্ড ফিলিপ নিশ্চিত করছেন আগামী সেপ্টেম্বরের আগে ফ্রান্সে কোন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হবে না। আর তাতেই ফ্রান্সের লিগ ওয়ান এবং লিগ টু এই মৌসুমের জন্য বাতিল।
করোনাভাইরাসের কারণে মার্চের শুরুতে ফ্রান্সের পেশাদার ফুটবল বন্ধ ঘোষণা করা হয়। যদিও, ফরাসি পেশাদার ফুটবল লিগ ১৭ জুনের মধ্যে পুনরায় চালু করার পরিকল্পনা করেছিলো গত সপ্তাহে।
মঙ্গলবার জাতীয় সমাবেশে প্রধানমস্ত্রী বলেন, কোভিড-১৯-এর দ্বিতীয় প্রার্দুভাবের কারণে কোন ধরনের অনুমোদন দিবেন না খেলাধুলা আবার পুনরায় চালু করার জন্য, এমনকি বন্ধ দরজার পেছনেও না।
প্রধানমস্ত্রী আরো বলেন, ’২০১৯-২০ মৌসুমের ফুটবলসহ অন্যান্য খেলাধুলা আবার শুরু করা সম্ভব নয়। এটা সম্ভব হবে, একটা রৌদ্রোজ্জ্বল দিনে সামাজিক দুরত্বের নিয়ম মেনে একাকী বাইরে পৃথকভাবে অনুশীলন করা।