যুক্তরাজ্যে মহামারি করেনাভাইরাসের প্রতিরোধে উন্নয়ন করা নতুন একটি টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে। এটি বড় ধরনের একটা ট্রায়ালের পর এই প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন।
করোনার নতুন রূপটির বিরুদ্ধে নোভাভ্যাক্সের এই টিকাটি প্রথম প্রতিষেধক হিসেবে যুক্তরাজ্যে সফলতার প্রমাণ দিয়েছে বলে জানিয়েছেন বিবিসির মেডিক্যাল এডিটর ফারগুস ওয়ালশ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন এই টিকার কার্যকারিতা খতিয়ে দেখবে।
যুক্তরাজ্য ইতোমধ্যে নোভাভ্যাক্সের টিকার ৬ কোটি ডোজ কেনার দিয়ে রেখেছে। উত্তর-পূর্ব ইংল্যান্ডের স্টকট ন-অন-টিজে এই টিকার উৎপাদন হবে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জরুরি ব্যবহারের অনুমোদন দিলে চলতি বছরের দ্বিতীয় ভাগে টিকার ডোজগুলো পাওয়া যেতে পারে।
যুক্তরাজ্য এখন পর্যন্ত অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা জরুরি ব্যবহারে অনুমতি দিয়েছে।
নোভাভ্যাক্স জানিয়েছে, তাদের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের যুক্তরাজ্যে ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সের ১৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে, যাদের ২৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।