সম্পর্ক ডেস্ক :-পাকিস্তান ও ভারত করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেও সীমান্তে গুলি বিনিময় অব্যাহত রেখেছে।পাক সেনাদের গোলায় তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে ভারতীয় সেনাদের পাল্টা হামলায় আহত হয়েছেন দুই পাকিস্তানি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়,নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ও কামানের গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।শনিবার থেকে এই বিচ্ছিন্ন গোলাবর্ষণ শুরু হলে রোববার গিয়ে থেমেছে।
গত বছর কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা তুলে নেয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে।যার ফলে প্রায়ই দু পক্ষের সেনাদের মধ্যে সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটে থাকে।
এমন সময়ে পাক-ভারতের সেনারা এই সংঘর্ষে লিপ্ত হলেন যখন করোনা মহামারি সামলাতে গিয়ে হিমসিম খাচ্ছে দু্ই দেশের সরকার। ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। অন্যদিকে পাকিস্তানে এই সংখ্যা প্রায় ৬ হাজার।