সম্পর্ক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৫৬ জনের মৃত্যূ হয়েছে। এ নিয়ে অন্টারিওতে মারা গেছে ১ হাজার ৭২৫ জন।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় অন্টারিওতে নতুন করে আরো ৩৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ৯০৭ জন।
মঙ্গলবার (১২ মে) অন্টারিও স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন ।
কর্মকর্তা জানান, গত সপ্তাহ পর প্রথমবারের মতো শনিবার করোনায় আক্রান্তের সংখ্যা ৩০০ মধ্যে ছিলো। তারপর আজকেসহ দুই দিন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩০৮ এবং ৩৬১ জন পাওয়া গেছে।
কর্মকর্তা আরো বলেন, বর্তমানে অন্টারিওর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ হাজার ২৪ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন ১৯২ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৯১ জন।
মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত ৭১ হাজার ১০০ জন। মারা গেছে ৫ হাজার ১৬৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ হাজার ৭১১ জন।