সর্ম্পক ডেস্ক: কানাডার অন্টারিওতে গত ২৪ ঘণ্টায় আরো ৮৪ জনের মৃতূ্য হয়েছে। এতে করে অন্টারিওতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জনে।
সোমবার (৪ মে) অন্টারিও স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানান।
কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৭০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ২৯ এপ্রিলের পর থেকে যা সর্বনিম্ন সংখ্যা। এতে করে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২৩ জন।
অন্টারিওতে করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৫০৫ জন।
মহামারি করোনাভাইরাসে কানাডায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৮৫৮ জন। মৃত্যূ হয়েছে ৩ হাজার ৭৬৭ জন।