মহামারি করোনাভাইরাসে দক্ষিণ আমেরিকার তৃতীয় দেশ হিসেবে চিলিতে আক্রান্ত রোগী তিন লাখ ছাড়িয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) নতুন করে আরো ২ হাজার ৪০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।তারপরও লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি।আল জাজিরার এক প্রতিবেদনে এমনটিই জানা গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪৩৪ জন।
করোনায় আক্রান্ত দেশগুলোর তালিকায় স্পেনকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে আসলো চিলি।করোনা মহামারির প্রথম দিকে মৃত্যুকূপ হয়ে ওঠা স্পেনে আক্রান্ত ২ লাখ ৯৯ হাজার ২১০ জন।৩ লাখ ১ হাজার ১৯ জন করোনা রোগী নিয়ে স্পেনের ওপরে চিলি। ৩ লাখ ৯ হাজার ২৭৮ জন করোনা রোগী নিয়ে চিলির ঠিক ওপরে পেরু, আর ১৬ লাখ ৭৪ হাজার ৬৫৫ জন করোনায় আক্রান্ত নিয়ে ব্রাজিল দ্বিতীয় স্থানে।
তবে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সংক্রমণ কমতে থাকায় কিছু বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করছে চিলি সরকার।