বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে বর্তমানে যে চারটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম।
শনিবার (২৫ জুলাই) দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী ইব্রাহিম প্যাটেল। মন্ত্রিপরিষদ থেকে এমনটাই জানানো হয়েছে। খবর আল জাজিরার।
মন্ত্রিপরিষদের মুখপাত্র ফুমলা উইলিয়ামস জানিয়েছেন শনিবার ৫৮ বছর বয়সি মন্ত্রীর তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গেলো কয়েকদিনে মন্ত্রীর সঙ্গে যারা যারা সাক্ষাৎ করেছেন তাদের সবাইকেই আইসোলেশনে পাঠানো হয়েছে।
মুখপাত্র বলেছেন, ‘মন্ত্রী প্যাটেল ভালো আছেন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন এবং বাসা থেকে কাজ করে যাবেন। তার সংস্পর্শে যাওয়া প্রত্যেককে করোনা টেস্ট করতে বলা হয়েছে।’
দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৪ লাখ ৩৪ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৬৫৫ জন। সেরে উঠেছে ২ লাখ ৬৩ হাজার ৫৪ জন। চিকিৎসাধীন রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৯১ জন।