এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি।
শুক্রবার এক টুইটের মাধ্যমে তিনি নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি জানিয়েছেন।
কুরেশি তার টুইটে বলেছেন, ‘বিকেলে হালকা জ্বর অনুভব করছিলাম এবং আমি দ্রুত বাড়িতে কোয়ারেন্টাইনে চলে যাই। করোনা পরীক্ষার টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে। আল্লাহর দয়ায় শরীরে কোনো দুর্বলতা নেই। যথেষ্ট চাঙ্গা বোধ করছি। ঘরে বসেই আমার যাবতীয় কাজকর্ম করব। প্রার্থনা করুন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি।’
এর আগে জুনের প্রথম সপ্তাহে পাকিস্তান মুসলিম লিগের (এন) নেতা শেহবাজ শরিফ করোনায় আক্রান্ত হয়েছিলেন।
পাকিস্তানে এখন পর্যন্ত ২ লাখ ২১ হাজার ৮৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এখন পর্যন্ত ৪ হাজার ৫৫১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬২৩ জন।