সর্ম্পক ডেস্ক: করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গের একজন সংসদ সদস্য।
শুক্রবার (১ মে) তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বর্তমানে তিনি মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ভবনে অবস্থান করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটি লকডাউনের ব্যবস্থা চলছে।
সংসদ সূত্র জানায়, সেই সংসদ সদস্য গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে আসেন। এরপর তার শরীরে জ্বর দেখা দেয়। এরপর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার বিকেলে তার পজিটিভ রেজাল্ট আসে।
এ বিষয়ে জাতীয় সংসদের এক কর্মকর্তা বলেন, ‘এক এমপির করোনা ধরা পড়েছে। ওই ভবন লকডাউন করে দেওয়া হবে।’