সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গেল তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার। জ্বরের সঙ্গে শরীর এবং মাথায় ব্যথাও ছিল মাশরাফির। এই সমস্যাগুলো করোনার লক্ষণ বহন করে বলে গত কাল (শুক্রবার) করোনা টেস্ট করান জাতীয় দলের এই ক্রিকেটার।
আজ (শনিবার) রিপোর্ট আসে, রিপোর্টে করোনা পজিটিভ হয়েছে এই ক্রিকেটারের। মাশরাফির করোনা পজিটিভের এই তথ্য নিশ্চিত করেছেন তাঁরই ঘনিষ্ঠ বন্ধু বাবুল।
এখনও মিরপুরে নিজের বাসায় আছেন। তবে এতকিছুর পরেও করোনা আক্রান্ত হওয়া থেকে নিজেকে আটকে রাখতে পারলেন না জাতীয় দলের এই ক্রিকেটার। এখন মিরপুরে নিজের বাসায় সেলফ আইসোলেশনে আছেন এই ক্রিকেটার। এখানে থেকেই নিবেন যাবতীয় চিকিৎসাদি।
মাশরাফির আগে তাঁর পরিবারের মধ্যে এই ক্রিকেটারের শ্বাশুড়ি এবং স্ত্রীর বোনের মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা এখন ঢাকাস্থ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের থেকে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না এই ক্রিকেটারের।