সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রকোপ এখন চলছে ব্রাজিল। গত ২৩ মে রাশিয়াকে টপকে তালিকায় আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠেছিল ব্রাজিল। এবার মৃত্যুর সংখ্যায় দুই নম্বরে জায়গা করে নিলো দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটি।
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যা অনুযায়ী মৃতের হিসাবে ঠিক যুক্তরাষ্ট্রের পরে অবস্থান করছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় ৯০৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট মৃত্যু ৪১ হাজার ৮২৮ জন। ৪১ হাজার ৪২১ জনের প্রাণহানিতে ব্রাজিলের পেছনে পড়ে গেছে যুক্তরাজ্য।
এই সময়ে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৮২ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৮ হাজার ৮১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ২৭ হাজার ৬১০ জন।
২১ লাখের বেশি আক্রান্ত নিয়ে বিশ্বে সবার ওপরে যুক্তরাষ্ট্র। তাদের মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার।