টলিউড অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
গাঙ্গুলি তার ফেসবুকে লিখেছেন—‘সর্বশেষ আমারও কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দুঃখিত বন্ধুরা।’ যদিও গত ১৩ এপ্রিল রূপা বলেছিলেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ এসেছে। তবে ঠান্ডা জ্বর ও কফ রয়েছে।’
বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম ভারতের পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনায় আক্রান্ত। ভোটের আগে একাধিকবার এ রাজ্যে প্রচারে এসেছিলেন যোগী আদিত্যনাথ। তার সঙ্গে প্রচারে অংশ নিয়েছেন রূপা। আর তারপরই রূপা গাঙ্গুলি করোনায় আক্রান্ত হওয়ার খবর দিলেন।
অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন রূপা গাঙ্গুলি। তবে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় ‘কপিলা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। এ সিনেমায় কুবের-কপিলার কিছু সংলাপ এখনো মানুষের মুখে মুখে।