এবার ভারতীয় বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৮৫ বছর বয়েসি এই অভিনেতাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, সৌমিত্র চ্যাটার্জির জ্বর ছাড়া করোনার আর কোনো উপসর্গ ছিল না। তাই সন্দেহ থেকে তার করোনা পরীক্ষা করানো হলে গতকাল (৫ অক্টোবর) পরীক্ষার ফল পজিটিভ আসে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌমিত্র চ্যাটার্জির মেয়ে পৌলমি বোস বলেন—এখন বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। জ্বর ছাড়া করোনাভাইরাসের আর কোনো লক্ষণ বাবার ছিল না। গত দুদিন ধরে অল্প অল্প জ্বর ছিল। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর আজ সকালে বাবাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেছি। বর্তমান বাবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে।