মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন মদিনা গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম।
মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় তার একান্ত সহকারী মহীউদ্দিন মাহমুদ বেলাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাজি মো. সেলিম ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। দ্রুত রোগমুক্তি কামনায় তিনি দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
গত ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা- ৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল ও ১০ লাখ টাকা জরিমানা করেন আদালত। এছাড়া সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে খালাস দেওয়া হয় তাকে। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল থাকায় তিনি সাংবিধানিকভাবে সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। তবে হাজি সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করবেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে দোষীসাব্যস্ত করা যায় না। সুতরাং সংসদ সদস্যপদে বহাল থাকতে তার কোনো বাধা নেই।