সম্পর্ক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে আরও ৩০৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর আগে ১ হাজার ৮৩৮ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে।
শনিবার দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
সেব্রিনা বলেন, ‘বর্তমানের আইসিউইতে আছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৬৬ জন। ‘
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে- ৬০ বছরের ওপরে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন একজন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন ঢাকার, দুইজন নারায়ণগঞ্জের ও একজন সাভারের।’
সেব্রিনা আরোও বলেন, ‘মোট আক্রান্তদের ২৭ ভাগের বয়স ২১ থেকে ৩০। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ ভাগ রয়েছে। ৫১ থেকে ৬০ এর মধ্যে রয়েছেন ১ জন। আক্রান্তদের মধ্যে ৬২ ভাগ পুরুষ ও বাকিরা নারী।’
‘গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয় ২ হাজার ১১৪ জনের। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ১৯১ জনের। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৬ জনকে। মোট আইসোলেশনে আছে ৫৯৯ জন। আক্রান্তদের মধ্যে ৫৬৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’- জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
মহামারি নভেল করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশে এখন পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ১০৪ জন মারা গেছেন।