গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ জনে।
এছাড়া, একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে।
শুক্রবার (১০ জুলাই) মহাখালী থেকে প্রতিদিনের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৮৬২ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮.৪২ শতাংশ। নতুন করে সারা দেশে থেকে ১৪ হাজার ৩৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৭৭টি ল্যাবে ১৩ হাজার ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ১৮ হাজার ২৭১ জনের নমুনা।
তিনি জানান, নিহতদের মধ্যে ২৯ জন পুরুষ, আটজন নারী। এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ১ হাজার ৭৯৯ জন পুরুষ ও ৪৭৬ জন নারী।