সম্পর্ক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৫ জনে।
একই সময়ে নতুন করে আরো ৩ হাজার ৪১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে।
মঙ্গলবার (২৩ জুন) মহাখালী থেকে অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করো আরো সুস্থ হয়েছেন ৮৮০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৪৫ জন।
তিনি বলেন, ‘সারা দেশে নতুন করে ১৭ হাজার ৫৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৬৫টি ল্যাবে ১৬ হাজার ২৯২ নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১১টি নমুনা।’
‘নিহতদের মধ্যে ৩৮ জন পুরুষ, পাঁচজন নারী। ১৬ জন ঢাকা বিভাগের, ১৫ জন চট্টগ্রামের, রাজশাহীর ছয়জন, খুলনায় ও ময়মনসিংহে দুইজন করে, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছেন।’