সর্ম্পক ডেস্ক: কানাডায় করোনাভাইরাসে আরো ৯৯ জনের মৃত্যূ হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯০ জনে।
সোমবার (২০ এপ্রিল) দেশটির প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষের মাধ্যমে এ তথ্য জানা য়ায়।
প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, কানাডায় নতুন করে আরো ১৭৭৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮২৩ জন। এদের মধ্যে ১২ হাজার ৫০০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট নমুণা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৫৭৮ জনের।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কিউবেকে। এ পর্যন্ত কিউবেকে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩১৯ জন। মৃতের সংখ্যাও বেশি এখানে। এখন পর্যন্ত মারা গেছেন ৯৩৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪৭ জন।
কানাডায় কিউবেকের পরের অবস্থানে রয়েছে অন্টারিও। এ পর্যন্ত অন্টারিওতে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৮৪ জন। মারা গেছেন ৫৮৪ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫১৫ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে কিউবেক ও অন্টারিওর পরে রয়েছে আলবার্টা। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০৯ জন। মৃতের সংখ্যা ৮৯ জন।
মহামারি করোনায় বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৫৫২ জন। আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৮৯ হাজার ৯৫৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৫৩ হাজার ১৯০ জন।