জার্মানিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা শুক্রবার ৫০ হাজার ৬৪২ জনে।এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২১ লাখে।
জার্মান সরকার লোকজনকে বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করছে যেন গণপরিবহনে ভীড় কম হয়। এছাড়া রেস্টুরেন্ট, বার, খেলাধুলার জায়গা ও অবকাশযাপন কেন্দ্রগুলো গত নভেম্বর থেকেই বন্ধ রয়েছে। স্কুল ও নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান বন্ধ করা হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে। এছাড়া পেশাদার খেলার অনুষ্ঠানগুলো দর্শকবিহীনভাবে অনুষ্ঠিত হচ্ছে।
জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জানান, সবাইকে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ভ্যাকসিন প্রদান সম্পন্ন হবে।বৃহস্পতিবার পর্যন্ত জার্মানিতে ১৩ লাখ ৯০ হাজার জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১৫ হাজার ব্যক্তি।