করোনাভাইরাসে নারীদের তুলনায় পুরুষরা গুরুত্বর অসুস্থতার ঝুঁকিতে বেশি থাকেন এবং দুঃখজনকভাবে পুরুষের মৃত্যুহারও বেশি, প্রাথমিক গবেষণার তথ্যমতে।
এবার নতুন একটি গবেষণায় বলা হয়েছে, করোনার ভোগান্তি পুরুষদের তুলনায় নারীদের বেশি। নারীরা করোনার দীর্ঘমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়ায় বেশি ভোগেন।
করোনায় বেশিরভাগ মানুষই সংক্ষিপ্ত উপসর্গে ভোগেন। অন্যরা কয়েক মাসব্যাপী পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগেন, যা ‘দীর্ঘমেয়াদী কোভিড’ হিসেবে পরিচিত।
করোনার দীর্ঘমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়ায় কারা বেশি ভোগেন, তা জানতে গবেষণা করেন কিং’স কলেজ লন্ডনের গবেষকরা। গবেষণার ফল বলছে, পুরুষদের তুলনায় নারীদের দীর্ঘমেয়াদী অসুস্থতার হার বেশি।
এ প্রসঙ্গে গবেষকদলের সদস্য ডা. ক্লেয়ার স্টিভস বলেন, ‘প্রাথমিক গবেষণাগুলো বলছে, কোভিড-১৯ রোগে পুরুষের গুরুত্বর অসুস্থতা এবং মৃত্যুহার বেশি। আর এবার আমাদের গবেষণার ফল বলছে, নারীদের দীর্ঘমেয়াদী অসুস্থতার ঝুঁকি বেশি।’
করোনায় দীর্ঘমেয়াদী অসুস্থতার ঝুঁকি সৃষ্টিকারী অন্যান্য কারণগুলোর মধ্যে বয়স ৫০ বছরের বেশি হওয়া, শরীরের অতিরিক্ত ওজন এবং হাঁপানির সমস্যা অন্তর্ভুক্ত রয়েছে। ডা. স্টিভসের মতে, প্রথম সপ্তাহে পাঁচটিরও বেশি ভিন্ন উপসর্গ থাকাটাও দীর্ঘমেয়াদী অসুস্থতার অন্যতম প্রধান ঝুঁকির কারণ হতে পারে।’
গবেষকরা ‘কোভিড সিম্পটম স্টাডি’ অ্যাপের ডেটা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছেন। অ্যাপটির ব্যবহারকারী ৪.৩ মিলিয়নের বেশি।