পেরুতে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল। অর্থনীতির চাকা সচল করতে গতকাল থেকে লকডাউন শিথিল করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, লাতিন আমেরিকার দেশটিতে বৃহস্পতিবার দিন শেষে করোনাভাইরাসে মোট ১০ হাজার ৪৫ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আরো ১৮৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ লাখ ৯২ হাজার ৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৭ জন।
বৃহস্পতিবার নতুন করে আরো ৫২৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। করোনায় ব্রাজিলের পর লাতিন আমেরিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ পেরু।