ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ট্র্যাকিং সিস্টেমের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, ২২ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় ৫,৯০০ জন মানুষ মারা গেছে।
এর মানে, গেল দুই সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় ২৪৭ জনের মৃত্যু বা প্রতি ১৫ সেকেন্ডে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২২ জুলাইয়ের আগে এ ধরনের ঘণ্টা বা মিনিটের হিসাবে করোনায় কতজনের মৃত্যু হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি রয়টার্স।
করোনা প্রাদুর্ভাবের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র গত ১০ দিনে করোনায় প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। দেশটিতে আজ বুধবার পর্যন্ত কমপক্ষে এক লাখ ৫৩ হাজার জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এবং ৮৭ লাখের বেশি আক্রান্তের সংখ্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ।