দক্ষিণ আফ্রিকার দেশ উগান্ডায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, করোনায় প্রথম মৃত্যু এটি। খবর আনাদোলু এজেন্সি।
উগান্ডার স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ডা. হেনরি মেউয়িবেসা জানিয়েছেন, করোনাভাইরাসে মারা যাওয়া ওই নারীর বয়স ছিলো ৩৪। তিনি ইস্টার্ন উগান্ডার এমবালে জেলার বাসিন্দা ছিলেন।
তিনি বলেছেন- এই মৃত্যু আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের দেশের জনগণ মনে করেছে আমাদের দেশের করোনা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আলাদা। কিন্তু না। সব করোনাভাইরাসেই ভয়ঙ্কর। সেটার প্রমাণ এই ৩৪ বছর বয়সি নারীর মৃত্যু। সুতরাং সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা। মাস্ক পরুন। মাঝে মাঝেই হাত ধৌত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।
দেশটিতে মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ৭৯ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯৭১ জন। মারা গেল ১ জন।