গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯৪৯ জনে।
এছাড়া, একই সময়ে নতুন করে আরো ২ হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জনে।
বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ০৬ হাজার ৭৯১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।
এর আগে, মঙ্গলবার (৮ জুন) দেশে করোনায় ৪৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২ হাজার ৩২২ জন করোনায় আক্রান্ত হয়।